চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে

বঙ্গবন্ধুকে নিয়ে প্রথমবার চলচ্চিত্র উৎসব আয়োজন করায় বাচসাসকে তথ্যমন্ত্রীর ধন্যবাদ

‘সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।’- ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’ উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। এ উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব-২০২৩’। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

বাচসাসকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এদিন বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য বাচসাসকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৫৭ সালে এই চলচ্চিত্রের যাত্রা। প্রথমবার এমন একটি আয়োজন করেছে বাচসাস। এই ঐতিহ্যবাহী সংগঠনটি চলচ্চিত্র শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাচসাসের বর্তমান কমিটির সমস্ত নেতৃবৃন্দ নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তাদেরকে ধন্যবাদ।

এসময় তিনি চলচ্চিত্র নিয়ে আরও বলেন, ‘সিনেমা শিল্পের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের বিকাশ ঘটাতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাচসাস। অনেক সংকট আছে তারপরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে। অনেক বন্ধ হল চালু হয়েছে। নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। করোনা মহামারি এখন কেটে গেছে সাম্প্রতিক সময়ের কয়েকটি সিনেমা মুক্তি পাবার পর, মানুষ করোনার ভয় দূর করে লাইনে দাঁড়িয়েছে সিনেমাগুলো দেখার জন্য।’

আয়োজনটির সভাপতিত্ব করেন বাচসাসের সভাপতি রাজু আলীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

উৎসবে আরও উপস্থিত ছিলেন বাচসাস কার্যকরী সদস্যবৃন্দ, বাচসাসের সিনিয়র সদস্য ও অভিনেতা নরেশ ভূঁইয়া, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও রহমান মুস্তাফিজ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদ সদস্য ও অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী সদস্য মারিয়া আফরিন তুষার প্রমুখ।

দিনব্যাপী এ উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ এই চারটি সিনেমা প্রদর্শন করা হয়।

আয়োজনটি উপস্থাপনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি অঞ্জন রহমান, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস। নির্বাহী সদস্য মাইনুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমিনুর ইসলাম লিটন, রাশেদ আনিস প্রমুখ।

এই আয়োজনে রাজু আলীম পরিচালিত ‘পিতার ছবি’ শিরোনামের বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র রাজু আলীম এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘পিতার ছবি’ র শুভ মহরত ঘোষণা ও পোস্টারে স্বাক্ষর করেন তথ্য ও সসম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ