চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চবি ছাত্রীকে হেনস্তায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল হোতাসহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামীরা।

শনিবার (২৩ জুলাই) প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চার জন হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নোয়াখালী জেলার চর ভারতসেন এলাকার আমির হোসেনের ছেলে আজিম (২৩); হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২); চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ফেনী জেলার পরশুরাম থানার বেড়াবাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে নুরুল আবছার বাবু (২২); হাটহাজারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ঝালকাঠি থানার আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)। পলাতক দুজনের একজনের নাম সাইফুল।

র‌্যাব জানায়, ১৭ জুলাই রাতে সাড়ে ৯টার সময় রাতের খাওয়া দাওয়া শেষে বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ্ন রাস্তায় যাওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাতনামা ৫ জন তাদের পথরোধ করে জেরা করতে থাকে এবং অহেতুক মারধর করতে থাকে। তখন ভুক্তভোগী বাধা দিলে তারা এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীরা তাদের যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে ও অশ্লিল ভিডিও ধারণ করে। আসামীদের একজন হুমকি প্রদান করে বলে যে, তার সাহিত শারিরীক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দিবে। অজ্ঞাতনামা আসামীরা ভুক্তভোগী ও তার বন্ধুর ২টি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ৭শ’ টাকা আত্মসাৎ করে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে গত ২০ তারিখ চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।