বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। পবিত্র এই দিনের শুরুতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন ও শান্তি শোভাযাত্রা করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি কালচার প্রচার সংঘ। গৌতম বুদ্ধের আদর্শকে লালন করে সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।