চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত

তারকায় ভরপুর ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিং

হয়ে গেল বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর  ‘গালা ইভিনিং’। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলের বর্ণিল গ্র্যান্ড বলরুমে এদিন উপস্থিত হন দেশের সব মাধ্যমের তারকা মুখ।

কে নেই সেখানে,  বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখ সাকিব আল হাসান থেকে সাহিত্যের আনিসুল হক, এই সময়ের অঘোষিত ওটিটির রাজা চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী থেকে হাল সময়ের শরিফুল রাজ, পরীমনি, নাজিফা তুষি সবাই উপস্থিত হন এই গালা ইভিনিংয়ে।

Bkash July

আশফাক নিপুণ, সৈয়দ আহমেদ শাওকী, আদনান আল রাজীব, মোস্তফা কামাল রাজ, রায়হান রাফী থেকে শুরু করে এই সময়ের বহু জনপ্রিয় নির্মাতারাও ছিলেন অনুষ্ঠানে। পুরনো মুখদের মধ্যে ছিলেন অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, আফসানা মিমি, ওমর সানী, মৌসুমী থেকে শুরু করে এক ঝাঁক তারকা মুখ। সবাই ওটিটির নতুন এই মাধ্যমে আইস্ক্রিনকে অভিনন্দন জানান।

শুরুতে আইস্ক্রিন সম্পর্কে প্রাথমিক তথ্য তুলে ধরেন এর প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)। গালা ইভিনিংয়ের আয়োজনটিকে তিনি ‘বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত’ বলেও উল্লেখ করেন।

Reneta June

অনুষ্ঠানে ‘আইস্ক্রিন’ এর স্বপ্নদ্রষ্টা ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আইস্ক্রিনের শুরু থেকেই আমরা দর্শকের সাড়া পাচ্ছি। গত দু’মাসের পরিসংখ্যানে দেখা গেছে, আমাদের এই প্লাটফর্মে প্রতিটি দর্শক গড়ে ১৮ মিনিট করে সময় কাটিয়েছেন। যাত্রার শুরুতে এমন ঘটনা বিরাট ব্যাপার।

তিনি বলেন, আমরা ৩ হাজার ঘণ্টার কন্টেন্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরুতে তিন হাজার ঘণ্টার কন্টেন্ট মনে হয় না আর কোনো ওটিটি প্লাটফর্ম দিতে পেরেছে। আমাদের আর্কাইভে প্রচুর কন্টেন্ট রয়েছে। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে আফজাল হোসেন, সবার কন্টেন্টই দর্শক পাবেন এখানে। নতুন যারা করছেন, তাদের তো পাবেনই।

এসময় নতুন তিনটি প্রিমিয়াম কন্টেন্ট এর নাম ঘোষণা করেন তিনি। ফরিদুর রেজা সাগর জানান, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে তিনটি ছবি দেখতে পারবেন। ছবিগুলো হলো বিউটি সার্কাস, দামাল ও হাওয়া।

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন এর জন্য সার্বক্ষণিক যাদের পরামর্শ পেয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক। বিশেষ করে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’- স্লোগানে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ‘আইস্ক্রিন’। এদিন অনুষ্ঠানটির গালা ইভিনিং উপস্থাপনা করেন মারিয়া নূর।

Labaid
BSH
Bellow Post-Green View