মেয়েদের জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আসনার। সেমিফাইনালে পুলিশ ও আনসার হারিয়েছে ঢাকা জেলা ও পঞ্চগড়কে। সোমবার বিকেল ৩টায় শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেডিয়ামে ফাইনাল হবে।
ফাইনালের আগে সকাল সাড়ে ১১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে লড়বে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পল্টনে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেডিয়ামে রোববার প্রথম সেমিফাইনাল একেবারে ম্যাড়মেড়ে হয়েছে। বাংলাদেশ আনসারের কাছে পাত্তা পায়নি ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। আনসারের কাছে তারা হারে ৪১-১৬ গোলের বিশাল ব্যবধানে।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে লড়াই ভালোই জমিয়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। প্রথমার্ধে পুলিশ ও পঞ্চগড়ের ব্যবধান ছিল ১৭-১৩। দ্বিতীয়ার্ধে দুদলের বেশ জমজমাট লড়াইয়ে জয় পায় পুলিশ। ৪০-২৮ গোল ব্যবধানে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ পুলিশ।








