এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাকিব আল হাসান শুধু বাংলাদেশের ক্রিকেটে বড় তারকা নন, আন্তর্জাতিক অঙ্গনেও বড় নাম। লাল-সবুজের ক্রীড়াঙ্গনের বড় তারকাটির সাথে তুলনা করা হচ্ছে হামজা চৌধুরীকে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার লাল-সবুজের জার্সিতে নাম লেখানোর পর সাকিবের সঙ্গে তুলনার শুরু। তবে সেই তুলনায় যেতে রাজি নন বাংলাদেশ ফুটবল দলে অভিষেক হতে চলা হামজা। তার চোখে সাকিব আল হাসান মেগাস্টার।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। ম্যাচে অভিষেক হতে চলেছে হামজা চৌধুরীর। সোমবার বাংলাদেশে এসেছেন ২৭ বর্ষী তারকা মিডফিল্ডার। বিকেলে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটের চৌধুরী বাড়িতে পৌঁছান তিনি। সেখানে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন।
জবাবে শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘সাকিব আল হাসান মেগাস্টার। তিনি অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’
ইংল্যান্ডের লেস্টারে জন্ম নেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজার লেস্টার সিটির একাডেমিতে ফুটবলে পথচলা শুরু। ব্রাইটন অ্যালবিয়নের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা করেন ২০১৫ সালে। দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে লেস্টারে যোগ দেন। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপসহ ঘরোয়া সব আসরে খেলেছেন হামজা।
২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে যান হামজা। পরে আবার ফেরেন লেস্টারে। আপাতত ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন। দেশটির অনূর্ধ্ব-২১ ইউরো দলে খেলেছেন তিনি।









