চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিল্পী সমিতিকে ‘বলিউড ছবি’র লভ্যাংশ দেয়ার আশ্বাস

শিল্পী সমিতির শর্তকে স্বাগত জানিয়েছে প্রদর্শক ও পরিবেশক সমিতি

বলিউডের ছবি আমদানির পক্ষে সম্মতি দিয়েছে শিল্পী সমিতি। তবে সমিতির পক্ষে শর্ত জুড়ে দেয়া হয়, ছবিগুলো লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতির ফান্ডে।

সমিতিগত এই সিদ্ধান্ত চ্যানেল আই অনলাইনের মাধ্যমে মঙ্গলবার জানিয়েছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। বলেছিলেন, সেই লভ্যাংশ ব্যয় হবে শিল্পীদের স্বার্থে।

Bkash July

সমিতির এমন শর্ত নিয়ে দিনব্যাপী সমালোচনা হয়। সমালোচকদের কথা, ছবি আনলে কেন সমিতিকে লাভের অংশ দিতে হবে? এদিকে, আমদানি করে ছবি মুক্তির জোর দাবি তুলেছে প্রদর্শক ও পরিবেশক সমিতি। সংগঠনটি নিপুণের দাবিকে স্বাগত জানিয়েছে।

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ বলেন, আমদানিতে বলিউডের ছবি এলে যদি লাভ হয় সেই ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে আমরা ১০ শতাংশ দিতে রাজি আছি। আগে যারা শিল্পী সমিতিতে ছিল তারা অনেকেই বাধা দিয়েছিল। কিন্তু নিপুণ তার অবস্থান থেকে সাহসী বক্তব্য দিয়েছেন।

Reneta June

লভ্যাংশ দেয়ার নিয়ম নেই, তবে শিল্পী সমিতির পক্ষে যেহেতু দাবি তুলেছে এই দাবি অবশ্যই বিবেচনায় আনা হবে উল্লেখ করে প্রদর্শক সমিতির উপদেষ্টা বলেন, বলিউডের ছবি মুক্তির দরোজা উন্মুক্ত হলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অংশ আমরা শিল্পী সমিতিতে দেব। কারণ, অনেক শিল্পী ভালো নেই। তাদের কাজ কমে গেছে। শিল্পী সমিতি যেহেতু আমাদের হল টিকিয়ে রাখার বিষয় বিবেচনা করছে, আমরাও তাদের দিকটা দেখবো।

বাংলাদেশে ‘পাঠান’ আমদানি করে মুক্তি দিতে চাইছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন। তিনি বলেন, শিল্পী সমিতি যে দাবি জানিয়েছে এতে আমার একা কিছু বলার নেই। এটা একার সিদ্ধান্ত নয়। সিনিয়র ও অভিভাবকরা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নেব।

‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে নীতিমালা জটিলতায় পড়েছে। সেই ক্ষেত্রে সকলের আলোচনার মাধ্যমে সুরাহাই একমাত্র সমাধান এনে দিতে পারে। এমনটাই মনে করেন মামুন।

বলিউডের ছবি বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, প্রদর্শক সমিতি সিনেমা হল বাঁচাতে মাসে একটি করে হিন্দি সিনেমা চায়। শিল্পী সমিতিসহ এফডিসির সকল সমিতি যদি চায় তবে এতে আমার কোনো কোনো আপত্তি নেই।

তথ্য মন্ত্রণালয়ের চৌকাঠ পেরিয়ে ‘পাঠান’ মুক্তির বিষয়টি নির্ভর করছে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের উপর। সূত্রের মাধ্যেম চ্যানেল আই অনলাইন জানতে পেরেছে, শিল্পী সমিতির পাশাপাশি এফডিসির অন্যান্য সংগঠনগুলোর বেশীরভাগ নেতারাই ২২ জানুয়ারি সিদ্ধান্ত দিয়েছেন বলিউডের ছবি আসুক।

সব বিবেচনায় আগামী রবিবার অথবা সোমবার ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। যদি জটিলতা কেটে যায়, ৩ ফেব্রুয়ারিতে বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’।

ISCREEN
BSH
Bellow Post-Green View