দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও আসছে শুক্রবার থেকে কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সম্পূর্ণ হলের তালিকা প্রকাশ করেন নির্মাতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হলের তালিকা প্রকাশ করে নিজের অনুভূতির কথাও শেয়ার করেন ফারুকী। এসময় আবেগপ্রবণ হয়ে তিনি লিখেন,‘কিছু কিছু জিনিসের ইমোশনাল ভ্যালু ব্যাখ্যা করা কঠিন। শনিবার বিকেল ছবির থিয়েটার লিস্ট শেয়ার করাটা আমার বা আমার টিমের জন্য কতটা ইমোশনাল এটা কেমনে বলবো আমি জানি না।’
হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে চার বছরের বেশি সময় ধরে। বিদেশে ছবিটি মুক্তির প্রাক্কালে এ নিয়ে নির্মাতার জমানো ক্ষোভের দেখাও মেলে এদিন।
কানাডা-আমেরিকার হল তালিকার সংখ্যা জানিয়ে ফারুকী লিখেন,‘আমাদেরকে অন্যায়ভাবে আটকে দেয়ার চেষ্টা করা হয়েছে, স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে, আমরা বাধার পাহাড় ডিঙ্গায়ে আজকে এইখানে!’ এসময় ফারুকী জানান, ‘শনিবার বিকেল’ আমেরিকায় ৬০ এবং কানাডায় ৯টা মিলিয়ে প্রথম সপ্তাহে মোট ৬৯টা থিয়েটারে মুক্তি পাচ্ছে।
ছবি মুক্তি উপলক্ষ্যে ১০ মার্চের আগেই উত্তর আমেরিকায় পৌঁছাবেন ফারুকী। অংশ নিবেন প্রচারণায়। সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে আগেই জানিয়েছেন ফারুকী।
বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।








