চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হজের খরচ কিছুটা কমলো, বাড়লো নিবন্ধনের সময়

বিভিন্ন ক্যাটাগরিতে সৌদি সরকারের তাবু খরচ কমানোয় হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে। সেই সঙ্গে বেড়েছে নিবন্ধনের সময়, ২৭ মার্চ তারিখ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Bkash July

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে।

আরও বলা হয়েছে: প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

Labaid
BSH
Bellow Post-Green View