গুলতেকিন খান একজন সুপরিচিত সাহিত্যিক। তার বহু পরিচয় থাকলেও সম্প্রতি চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও তিনি ভীষণ প্রশংসিত হয়েছেন; তার ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজে।
নুহাশ হুমায়ূনের শুধুমাত্র ‘পেট কাটা ষ’ সিরিজের দুই সিজনের মাধ্যমেই পেয়েছেন দেশ বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার। একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অফ আমেরিকার গর্বিত সদস্য।
রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তারা একসঙ্গে দেশেই ঈদ করবেন। ঈদের গল্প, পরিবারের বলা-না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে।
এবারই প্রথম ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা। এক্সক্লুসিভ এই আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।
রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন (৮ জুন) সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।








