ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে ‘ইসলামোফোবিক’ কার্টুন পোস্ট করেছিলেন গুজরাট টাইটান্স পেসার যশ দয়াল। বিতর্কিত পোস্টটির স্ক্রিনশট দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের সমালোচনার পর যেটি সরিয়ে নিয়ে ক্ষমাও চেয়েছেন ভারতীয় পেসার। দাবি করেছে, ‘ভুলবশত’ কার্টুনটি পোস্ট হয়ে গেছে।
বলেছেন, ‘গাইস, পোস্টটির জন্য আমি ক্ষমা প্রার্থী। যা ‘ভুলবশত’ হয়ে গেছে। অনুগ্রহ করে ঘৃণা ছড়াবেন না। সমাজের প্রতিটি মানুষ ও প্রতিটি সম্প্রদায়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।’
যশের এমন আচরণে বিসিসিআই ও গুজরাট কোনো প্রতিক্রিয়া জানায়নি। পোস্টটির কারণে শাস্তির সম্মুখীন হতে পারেন তিনি। সাম্প্রদায়িক ও বর্ণবাদী আচরণের জন্য ২০২১ সালে ইংল্যান্ড পেসার অলি রবিনসনকে ৮ ম্যাচের জন্য বরখাস্ত করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সঙ্গে ৩,২০০ পাউন্ড স্টার্লিং বা প্রায় ৪ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। যশেরও হতে পারে তেমন শাস্তি।
আইপিএলের সদ্য শেষ হওয়া মৌসুমে ৫ ম্যাচ খেলেছেন দয়াল। ১১.৭৮ ইকোনমিতে নেন ২টি উইকেট।








