
ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা ১০০টির বেশি আর্থিক অনিয়মের অভিযোগের দ্রুত সমাধান চান পেপ গার্দিওলা। তার দলের অসাধারণ অর্জনের উপর এমন একটি অভিযোগ ঝুলে থাকুক, চান না স্প্যানিশ কোচ। আশা অতিদ্রুত সবকিছুর সমাধান হবে।
২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকা গার্দিওলা বলছেন নিষেধাজ্ঞার সম্ভাবনা সত্ত্বেও ম্যানসিটিকে ছেড়ে যাবেন না। তার ভাষ্যে, ‘১১০টি নিষেধাজ্ঞা এলেও তার পরের মৌসুমে আমি থাকব। আমি যেটা চাই তা হল, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবং বিচারকরা আমাদের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত দেবে, আমরা ভুল করলে লোকে তা জানতে পারবে।’
‘যদি তেমন কিছু না হয়, তবে মানুষ আমাদের নিয়ে কথা বলা বন্ধ করবে। আগামীকাল আমরা এটা পছন্দ করব, আগামীকালের চেয়ে এই বিকালটা ভালো হবে।’
‘আশা করি তারা এত ব্যস্ত নয় এবং বিচারকরা উভয় পক্ষকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন ভালো কোনটি, কারণ আমি জানি শেষ পর্যন্ত আমরা কী জিতেছি, জিতেছি মাঠে এবং এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।’

‘আমরা এটা মেনে নেব। যদি এটা ঘটে থাকে তবে ঘটেছে। আইনজীবীর উপস্থিতিতে বসুন। দুবছর অপেক্ষা করাবেন না। আমরা এটা তাড়াতাড়ি শেষ করছি না কেন।’ প্রশ্ন গার্দিওলার।
২০০৯ এবং ২০২৮ সালের মধ্যে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে একটি স্বাধীন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সালে তদন্ত শুরু হওয়ার পর ম্যানচেস্টার সিটি এ তদন্তে সহযোগিতা করছে না।
ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্রই হ্যাটট্রিক শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। গত ছয় মৌসুমে এটি তাদের পঞ্চম লিগ শিরোপা। ২০১১ সাল থেকে তাদের সপ্তম শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে গার্দিওলার।