এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে একই সময়ে মাঠে গড়াবে ৩৬ দলের ১৮ ম্যাচ। রাতে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে নামবে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বেশ ছন্দে আছে জানেন কোচ পেপ গার্দিওলা। এজন্য দলকে ভালো খেলার কথা বলছেন স্প্যানিশ কোচ।
লিগ টেবিলে ২৫এ থাকা সিটিজেনদের কোচ গার্দিওলা প্রতিপক্ষ ক্লাব ব্রুগে সম্পর্কে বলেছেন, ‘তারা ২০ ম্যাচের কোনোটিতে হারেনি। তারা ক্রমাগত ভালো খেলছে, দুর্দান্ত, আক্রমণাত্মক এবং সুযোগ পেলে হাতছাড়া করে না। আমাদের এ ম্যাচ জিততে হলে সত্যিই অনেক ভালো খেলতে হবে।’
বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে সুখস্মৃতি রয়েছে সিটিজেনদের। ২০২১-২২ মৌসুমে গ্রুপপর্বের দেখায় ব্রুগেকে উড়িয়ে দিয়েছিল গার্দিওলার দল। সেবার ৫-১ ও ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল সিটি। গার্দিওলা সেসময়ও দলটিকে শক্ত প্রতিপক্ষ বলেছিলেন।
‘আশা করছি কঠিন খেলা হবে। যখন একটি দল ২০ ম্যাচ অপরাজিত থাকে, তার কারণ দলটি ভালো। তারা সত্যিই অনেক ভালো করছে। অবশ্যই, প্রতিটি দলে দুর্বলতা থাকে, সে বিষয়টি আপনাকে আবিষ্কার করতে হবে এবং কাজে লাগাতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে কেবল দুদলের। লিভারপুল এবং বার্সেলোনার। রাতের ম্যাচে কিছুটা নির্ভার হয়ে নামতে পারবে তারা। সবচেয়ে জটিল সমীকরণ সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে। ম্যানসিটির জন্য বাঁচামরার লড়াই। ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগের বিপক্ষে জয় ছাড়া অন্য উপায় নেই পেপ গার্দিওলার দলের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।








