চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রিজম্যান-ফেলিক্সদের বেতন কমাতে বলেছে অ্যাটলেটিকো

আর্থিক সঙ্কটের কারণে প্রথম সারির কয়েকজন ফুটবলারকে বেতন কমাতে বলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্যয় সংকোচন নীতি অবলম্বনের অংশ হিসেবে ক্লাবকে সহায়তা করতেই স্প্যানিশ ক্লাবটি খেলোয়াড়দের বেতন কমানোর আহ্বান জানিয়েছে।

ইতোমধ্যে বেতন সমন্বয় করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার জন্য অ্যান্টনিও গ্রিজম্যান, জোয়াও ফেলিক্স, কোকে, থমাস লেমার ও ইয়ান ওব্লাকের সঙ্গে যোগাযোগ করেছে ক্লাব কর্তৃপক্ষ। বেতন কমানোর পাশাপাশি দেরিতে অর্থ গ্রহণের জন্যেও তাদের পরামর্শ দিয়েছে অ্যাটলেটিকো।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার লেমার এবং ওব্লাক ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন। ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার লেমার ৪০ শতাংশ বেতন কমিয়ে রোজা ব্লাঙ্কোস ডেরায় থাকছেন।

লা লিগার চলতি মৌসুমের প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ভালো সূচনা পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে হেরে দলটি ধাক্কা খায়।

আগামী সোমবার তৃতীয় খেলায় তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।