মাত্র কয়েক মাসেই সারা বিশ্বে আলোচনার ঝড় ওঠায় কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট, চ্যাটজিপিটি। হঠাৎ আবির্ভাবেই জানায় ফরমায়েশে সে লিখতে পারে নিবন্ধ, কবিতা। করতে পারে অ্যাসাইনমেন্ট, সারসংক্ষেপ, গবেষণাসহ নানান কাজ। গুগলের সার্চে ভাগ বসানো এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটজিপিটিকে টেক্কা দিতে টেক জায়ান্ট গুগল নিয়ে আসছে নতুন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ, গুগল বার্ড। বাংলা শেখানো হয়নি তাকে অথচ নিজ থেকেই বাংলা অনুবাদ করছে ভিনদেশে তৈরি এই প্রযুক্তি। এ নিয়ে মোটামুটি অবাক খোদ এই চ্যাটবটের স্রষ্টারাও। এখনও বাজারে না আসা এই চ্যাটবট সম্পর্কে এমন দাবি করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।






