কোটা সংস্কারের দাবিতে রোববার বেলা ১১টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমেও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে। আন্দোলন দমনের চেষ্টা না করে কোটা সংস্কারের একদফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।







