চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গলফ খেলা ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে: সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শাফিউদ্দিন আহমেদ বলেছেন, গলফ সারাবিশ্ব জনপ্রিয় হলেও ধীরে ধীরে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে।

তিনি আরো বলেন, গলফ নিঃসন্দেহে একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে। তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা।

শনিবার সাভার সেনানিবাসে এমজিএইচ মনসুন কাপ গলফ টুর্নামেন্টের বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন সেনাপ্রধান।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক, এবং রানারআপ এবং সেকেন্ড রানার আপ হয়েছেন যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার ও কর্নেল আবুল জলিল।

টুর্নামেন্টে অংশ নেন দেশি-বিদেশি তিন শতাধিক গলফার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনা প্রধান জেনারেল এস এম শাফিউদ্দিন আহমেদের সহধর্মিনী বেগম নূরজাহান আহমেদ।

নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও এমজিএইচ গ্ৰুপের চেয়ারম্যান আনিস আহমেদ‌।

এর আগে সেনাপ্রধান সাভার গলফ ক্লাবের টুয়ালাইট ট্যারেস উদ্বোধন করেন। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ‌‌।