দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।
আজ ২৩ জানুয়ারি শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম জানিয়েছে বাজুস। এতদিনের মধ্যে স্বর্ণের দাম একাধিকবার বাড়ানো হলেও, এবার দাম কমানো হলো। গত বুধবার (২১ জানুয়ারি) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৩৯ টাকা বেড়ে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় পৌঁছেছিল। এটি ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর।
নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
চলতি বছরে দেশব্যাপী মোট ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৮ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ৩ বার দাম কমেছে। গত বছরের তুলনায় এবার স্বর্ণের দাম সমন্বয়ের সংখ্যা কিছুটা কম হলেও, দাম বাড়ানোর প্রবণতা এখনও ব্যাপকভাবে দেখা যাচ্ছে।








