কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। সাউথ এশিয়ার সেরা দলটিকে এবার এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান চ্যানেল আই’য়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন বলেছেন শাইখ সিরাজ। বলেন, ‘আমরা দেখবো যে এশিয়ার সেরা টিম হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।’
অভ্যর্থনা অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেছেন, ‘চ্যানেল আই পরিবারের জন্য যেমন আজকে একটি আনন্দের দিন, তোমরা সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছো। একইভাবে আমার কাছেও মনে হয় তোমরাও চ্যানেল আই পরিবারের সদস্য হয়ে গেলা। কারণ এটা আমার জন্য বা আমাদের এই ফ্যামেলির জন্য খুবই আনন্দের। যতবারই চ্যাম্পিয়ন হয়ে এসেছো, জিতে এসেছো, আমাদের এখানে তোমরা এসেছো। এটার জন্য আমরা সত্যি সত্যি গর্বিত হয়েছি। এবং তোমাদের মাধ্যমে আসলে বাংলাদেশের সবাই ভেতরের গল্পগুলো জানতে পেরেছে। কী হয়েছিল, কীভাবে খেলা হয়েছিল।’
‘আমি তোমাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, তোমরা ক্যাম্পটাকে অনেক জোর দিচ্ছো। অনেকেই অনেকের কথার ভেতরে বলেছো যে, ক্যাম্পে অনেকদিন থাকতে পেরেছো সে কারণে সফলতাটা এসেছে। অবশ্যই ক্যাম্প করাটা একটা বিশাল ব্যাপার এখানে। আন্ডারস্ট্যান্ডিং, খেলাধুলা, বোঝা সবকিছু। নতুন কমিটি, একটু আগে ওনারাও বললেন যে এটাকে কন্টিনিউ করবেন। আমার কাছেও সেটা মনে হয় যে এটা কন্টিনিউ হওয়া দরকার।’
‘সাউথ এশিয়ায় পরপর দুবার চ্যাম্পিয়ন, সাফ ফুটবলে। সাউথ এশিয়ায় যা পাওয়ার, যা দেখানোর, তা পাওয়া ও দেখা হয়ে গেছে। আরেকবার পেলে এটা হ্যাটট্রিক হবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকব। কিন্তু আমি জোর দেব যে, এশিয়ার সেরা এবং একইসাথে নারী বিশ্বকাপে সেরা হবে বাংলাদেশ। সেরকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসেছেন তারা এটার দিকে অনেকবেশি গুরুত্ব দেবেন।’
‘বাংলাদেশ এমনই একটা দেশ, যে ফুটবলে পাগল দেশ। কোথায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে বাংলাদেশের মগডাল থেকে শুরু করে নৌকার উপরে পর্যন্ত পতাকা ঝুলছে। যার যে দল সাপোর্ট করছে, সে সেই দলের পতাকা দিয়ে। এটা তো একটা বিশাল ব্যাপার। একাত্তর পরবর্তী সময়ে আমাদের ফুটবল ধীরে ধীরে একটু উপরে উঠে আবার নিচে নেমে গেল। কিন্তু তোমাদের হাত ধরে আমাদের নারী ফুটবলটা আগাচ্ছে। এটা বাঙালিরা-বাংলাদেশিরা স্বপ্ন দেখতেই পারে। দেখাটা অস্বাভাবিক কিছু না। সেরকম একটি স্বপ্নের জায়গায় আমাদের নিয়ে যাবা। আমরা দেখবো যে এশিয়ার সেরা টিম হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।‘
‘তোমাদের জন্য আরও একবার শুভেচ্ছা। এই ধারাবাহিকতা তোমাদের জন্য চ্যানেল আই’তে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’








