চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘কাম সেপ্টেম্বর’ খ্যাত ইতালীয় কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণ

ইতালীয় কিংবদন্তী অভিনেত্রী জিনা ললোব্রিজিডা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জিনা ললোব্রিজিডার মৃত্যুর খবরটি টুইটারে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাইয়ের নাতি ইতালিয়ান মন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিজিডা।

Bkash July

অভিনেত্রীর সাবেক আইনজীবী গিলিয়া সিতানি জানিয়েছেন, রোমের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী।

১৯৫০ ও ‘৬০-এর দশকের ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা ছিলেন জিনা ললোব্রিজিডা। বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী’ নারী হিসেবে তার নাম শোনা যেত সোফিয়া লরেনের সাথেই।

Reneta June

‘কাম সেপ্টেম্বর’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবের মনোনয়ন পেয়েছিলেন জিনা ললোব্রিজিডা। হামফ্রি বোগার্ট, ফ্রাংক সিনাত্রা, রক হাডসন, ও এরল ফ্লিনের মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি।

সিনেমার ক্যারিয়ার থেকে সরে যাওয়ার পর তিনি ছবি তোলা ও রাজনীতির দিকে ঝুঁকেন।

সূত্র: সিএনএন

Labaid
BSH
Bellow Post-Green View