বেশ কয়েক মাস হল, রাখঢাক না রেখেই প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জিজি হাদিদ। দুজনের বয়সের পার্থক্য ২০ বছর হলেও মনের মিলই এক করেছে তাদের।
প্রায়ই একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। জানা গেছে, সম্প্রতি জিজি হাদিদ ডিক্যাপ্রিওর সঙ্গে নিজের দুই বছর বয়সী মেয়ের সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন।
জিজি হাদিদের কাছের এক সূত্র হলিউড লাইফ-কে বলেন, ‘জিজি এখনও লিওকে চিনছেন। মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তবে তার মানে এই নয় যে এখনই সম্পর্ককে আরেক ধাপ এগুতে চাইছেন তিনি।’
সূত্র আরও বলেন, ‘জিজির ক্যারিয়ার এখন তুঙ্গে। তবে মেয়েকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। তাই সবার সামনে তিনি মেয়েকে আনেন না। খুব গুরুত্বপূর্ণ কেউ না হলে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন না তিনি। মেয়েই তার কাছে সবার উপরে।’

জায়ান মালিকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে জিজির। কিছুদিন আগে ক্যামিলা মোরনের সঙ্গে ব্রেকআপ করেছেন ডিক্যাপ্রিও। এরপর একাধিকবার জিজির সঙ্গে দেখা গেছে ডিক্যাপ্রিওকে।
সূত্র: ইয়াহু