চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জিডিপি কমে দাঁড়াবে ৫.৩ শতাংশে, ধারণা উন্নয়ন সহযোগিদের

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭.১% হবে এমন পূর্ভাবাস থেকে সরে এসে এডিবি বলছে, চলতি অর্থবছরে এটা কমে দাঁড়াবে ৫.৩ শতাংশে। একইরকম ধারণা আরেক উন্নয়ন সহযোগি বিশ্বব্যাংকের। বাজেটে ধরা ৭.৫% জিডিপি প্রবৃদ্ধির বিপরীতে সংস্থাটি বলছে, এবার ৫.২% প্রবৃদ্ধি হলেই সেটা হবে বড় অর্জন।

মঙ্গলবার (৪ এপ্রিল) এডিবির ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সন চ্যাং হং।

Bkash July

বিশ্বব্যাংক বলেছে, আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে।

বাংলাদেশ সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ভুগছে বাংলাদেশ। এছাড়া শিল্প ও বাসাবাড়িতে বিদ্যুতের সরবরাহে বিঘ্ন ঘটেছে। শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে। সরকারকে পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং করতে হয়েছে। এ ছাড়া গাড়ি কেনা বন্ধ রাখার পাশাপাশি বিলাসপণ্যে নিরুৎসাহিত করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View