বীর মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তমের প্রথম জানাজার নামাজ হবে ১৭ই আগস্ট বৃহস্পতিবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে। তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হবে বিকেল তিনটার পর বিএএফ বাশার বেইজ প্যারেড গ্রাউন্ডে। সেখানেই হবে দ্বিতীয় জানাজার নামাজ। এরপর তাঁকে বিমান বাহিনীর বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুলতান মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার।






