এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে শম্ভুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।







