এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশাত ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম।
আদালতে নদী অভিযোগ করেন, জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযুক্তরা।
এর আগে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।








