ফেনীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
শুক্রবার (২ আগষ্ট) পরশুরামের শালধর এবং টেটেশ্বর গ্রামে মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে লোকালয়ে ঢুকছে পানি। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, গত ১ জুলাই শালধরের একইস্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের বাড়িঘরে পানি ওঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই স্থানের পুরোপুরি মেরামত শেষ হওয়ার আগেই আবার ভাঙ্গন দেখা দেয়। শালধর দিয়ে এখন লোকালয়ে পানি ঢুকছে।
তিনি আরও জানান, তবে টেটেশ্বরের ভাঙনটি এবার নতুন। গতমাসের ১২টি ভাঙা অংশের ১০০ মিটার বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড দেড় কোটি টাকা ব্যয় করেছে। গত ২৪ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।







