চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্যরাত থেকে হ্রদে সকল প্রকার মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (১০ এপ্রিল) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপকসহ জেলার মাছ ব্যবসায়ীরা।

মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে হ্রদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।