মৎস্য প্রজনন বৃদ্ধি, মা মাছ রক্ষাসহ বিভিন্ন কারণে আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
তবে ৩০ এপ্রিল রাত ১২টায় হ্রদে মৎস্য আহরণ বন্ধ করা হলেও আহরিত মাছ রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে ১ মে দুপুর ১২টা পর্যন্ত অবতরণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া শুটকি জাতীয় মাছ আগামী ৩মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবতরণ করা যাবে।
গত ১৬ এপ্রিল কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ ও পরিবহনের ওপর জেলা প্রশাসন নিষেধাজ্ঞার বিষয়ে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, কাপ্তাই হ্রদের মাছের ওপর নির্ভর করে বছরে শতকোটি টাকার ব্যবসা হয়। এতে করে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি সাধারণ মৎস্য ব্যবসায়ীসহ এর সাথে জড়িত অন্যান্য ব্যবসায়ীরা লাভবান হয়। কাপ্তাই লেকে মৎস্য প্রজনন নিশ্চিত করতে এর সাথে জড়িত মৎস্য ব্যবসায়ীদের আগামী ৩মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার না করার আহ্বান জানান।
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় প্রায় ২৬ হাজার বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের অভয়াশ্রমগুলোতে যাতে মাছ শিকার বন্ধ থাকে সেজন্য এবার কাপ্তাই হ্রদে ২৪ ঘণ্টা কোষ্টগার্ড পাহাড়ায় থাকবে। পাশাপাশি চোরাইপথে যাতে কাপ্তাই লেকের মাছ বাইরে পাচার করা না যায় সেজন্য বিএফডিসির পক্ষ থেকে মনিটরিং টিম রাস্তায় টহলে থাকবে বলেও জানান তিনি।








