নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজবাড়ীর পদ্মায় ইলিশ মাছ ধরছে শতশত জেলে। অনেকটা প্রকাশ্যেই চলছে ইলিশ শিকার ও বিক্রি। ইলিশের প্রজনন মৌসুমে রাজবাড়ীর পদ্মাপারেই বসেছে অস্থায়ী ইলিশের হাট। নিষেধাজ্ঞা না মানার জন্য কার্ডধারী জেলেদের মধ্যে প্রনোদনার অসমবন্টন, ঢিলেঢালা অভিযান আর প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা।






