চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আগস্টে আসছে পরিচালক হৃদি হকের প্রথম সিনেমা

KSRM

হৃদি হক। অভিনেত্রী হিসেবেই পরিচিত মুখ। নাট্যপরিচালনাতেও দেখা গেছে তাকে। কিন্তু প্রথমবার তিনি একটি সিনেমা বানিয়েছেন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির নাম ‘১৯৭১ সেইসব দিন’। যা মুক্তি পাচ্ছে আগামী ১৮ আগস্ট। বাবা প্রয়াত ড. ইনামুল হকের জন্মদিনে এমন ঘোষণা দিয়েছেন কন্যা হৃদি হক।

সোমবার (২৯ মে) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এক আয়োজনে দেশের বেশ ক’জন গুণীজনদের নিয়ে তারিখ ঘোষণা করেন হৃদি।

Bkash July

তিনি জানান, ‘ ঢাকা, সাভার ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও এলাকায় সিনেমার শুটিং হয়। আসছে ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।’

মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। হৃদি হক বলছেন, ‘এটি আমাদের পরিবারেরই গল্প।’

Reneta June

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকী ইনাম, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তৌকির আহমেদ, ফেরদৌস, সারা যাকের, আবুল হায়াত, লিটু আনাম, তানজিকা আমিন, অর্ষা, পিন্টু ঘোষ প্রমুখ।

এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।

লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View