
প্রযুক্তি কোম্পানিগুলো সাধারণত পরবর্তী কী ধরনের পণ্য বাজারে আনতে যাচ্ছে, তা নিয়ে বেশ আলোচনায় থাকে। সম্প্রতি তারা গ্যাজেট বা উদ্ভাবন নিয়ে আলোচনায় না থাকলেও বারবার সংবাদের শিরোনাম হয়েছে বিপুল সংখ্যক কর্মী ছাটাই নিয়ে।
গত বছর বিশ্বব্যাপী ৭০ হাজারেরও বেশি কর্মী ছাটাই করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। অর্থনৈতিক মন্দার সময় এই ছাটাই প্রক্রিয়া নিয়েছে সংস্থাগুলো।
করোনা মহামারির শেষ হওয়ার পর থেকে বিপুল পরিমাণ কর্মী ছাটাই করেছে সংস্থাগুলো। যার মধ্যে উল্লেখযোগ্য গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার, অ্যামাজন ১৮ হাজার, ফেসবুকের মূল কোম্পানি মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার, মাইক্রোসফট ১০ হাজার এবং সেলসফোর্স ৮ হাজার কর্মীকে ছাটাই করেছে।
এছাড়াও টেসলা, নেটফ্লিক্স, রবিন হুড, স্ন্যাপচ্যাট, কয়েনবেস এবং স্পটিফাইসহ অন্যান্য সংস্থাগুলোর নামও আলোচনায় এসেছে কর্মী ছাটাইয়ের কারণে, তবে তাদের কর্মী ছাটাই তুলনামূলক কম ছিল।

অধিকাংশ প্রযুক্তি কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে। কোভিড মহামারীর আগে পর্যন্ত আয় যথার্থ ছিল, কিন্তু মহামারির পরে বৈশ্বিক মন্দার কারণে কোম্পানিগুলোর আয় কমে যায়। আর তাতেই কোম্পানিগুলো আয়-ব্যয়ের সমন্বয় হারিয়ে কর্মী ছাটাইয়ের পথ বেছে নিয়েছে।
অবশ্য অ্যাপেল কোম্পনি এর ব্যতিক্রম অবস্থানে রয়েছে। কোম্পানিটি পণ্য তৈরিতে বেশ মনোযোগী ছিল, যার ফলে কর্মী ছাটাইয়ের পথে হাটতে হয়নি কোম্পানিটিকে।