চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও গোলাগুলি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ‘বিজিবর আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণের’ ঘটেছে বলে জানা গেছে।

তবে বিজিবির সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য না দিলেও গোলাগুলির খবর শুনেছেন বলে জানালেও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bkash July

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এ ঘটনা ঘটেছে। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে; এ ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

স্থানীয়দের বরাতে গফুর উদ্দিন বলেন, সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমার দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত চলে গুলিবর্ষণের ঘটনা। পরে বিজিবির স্থানীয় বিওপির সৈনিকরা পাল্টা গুলিবর্ষণ করলে তারা সীমান্ত অতিক্রম করে চলে যায়। স্থানীয়রা জানিয়েছেন গুলিবর্ষণকারীরা মিয়ানমারের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

Reneta June

গুলিবর্ষণের ঘটনার ব্যাপারে বিজিবিসহ প্রশাসনের  উর্ধতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জানান: সন্ধ্যায়  সীমান্তে গোলাগুলির খবর পেয়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিস্তারিত গণমাধ্যমকর্মীদের পরে জানাবেন বলে জানান।

তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View