
রাজধানীর আদাবরে একটি ৮ তলা ভবনের বেজমেন্টের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
রোববার ২৮ মে দুপুরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন চ্যানেল আই অনলাইনকে জানান, দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ারের সাতটি ইউনিট। বর্তমানে ড্যাম্পিংয়ের কাজ করা হচ্ছে। ভবনের দ্বিতীয় তলা থেকে ৩জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
এরআগে দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।