চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে বহুতল ভবনের আগুনে নারী-শিশুসহ কয়েকজন হতাহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জন মহিলা এবং ৩ জন শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ব্যস্ততম এই এলাকার জোরাফটকের ১৩ তলা আর্শিবাদ টাওয়ারে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, “ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল যখন আগুন লেগে যায়। এ ঘটনায় প্রায় ১২ আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো ব্যক্তি আটকে আছে কিনা তা খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চালানো হয়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শেষ হয়েছে।”

গত চার দিনে একই এলাকায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত শনিবার একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে বর্ণনা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করেছেন।
তিনি বলেন, “জেলা প্রশাসন যুদ্ধ অভিযানের মতো করে কাজ করছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছি।”

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।