চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাজধানীর বিজয়নগরে ইলেকট্রনিক্স কারখানায় আগুন

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

রাজধানীর পল্টনের বিজয়নগরে তিন তলা ভবনের উপরের তলায় থাকা টিনশেডে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার জানান: প্রাথমিক ভাবে সেখানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের অবস্থা দেখে ইউনিট ১৩টিতে বাড়ানো হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

Bkash July

প্রাথমিক ভাবে জানা গেছে: আগুন লাগা ভবনটি ‘বিজয় ৭১’ হোটেলের ঠিক পেছনে অবস্থিত। তিনতলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত ইটের পাকা দালান। দ্বিতীয়তলায় একটি হোটেল আছে। আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের একটি কারখানা রয়েছে। সেখানে বাইরে থেকে সরঞ্জাম এনে টেলিভিশন প্রস্তুত করা হতো। অগ্নিকাণ্ড এলাকা থেকে প্লাস্টিক পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে।

Labaid
BSH
Bellow Post-Green View