ফুটবল বিশ্বের কোটি ভক্তের স্বপ্নের ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্ব পরিভ্রমণের অংশ হিসাবে একদিনের জন্য এসেছিলো ঢাকায়। এ নিয়ে ৪ বার সোনালী এই ট্রফি আসলো বাংলাদেশে। বিশ্বের ৩০টি দেশের ৭৫টি স্পটে প্রদর্শিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি। স্বপ্নের এই ট্রফির ঢাকায় আগমনে উচ্ছ্বসিত জাতীয় দলের খেলোয়াড় থেকে ভক্তরা।







