সৌদি আরবের আক্রমণ তটস্থ করে রেখেছিল পোলান্ডের রক্ষণভাগকে, বল দখল কিংবা আক্রমণেও এগিয়ে ছিল এশিয়ার দেশটি। কয়েকবার পোলিশদের রক্ষা করলেন গোলরক্ষক, ভাগ্যও সহায় হল বারকয়েক। পেনাল্টি ও সুযোগ মিসের আক্ষেপ থাকলেও বড় হার পেয়েছে গত ম্যাচে আর্জেন্টিনাকে হারানো হার্ভে রেনার্ডের শিষ্যরা।
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে পিওতর জেলিনস্কির গোলে এগিয়ে যাওয়ার পর পোল্যান্ডের জয় নিশ্চিত করেন রবার্ট লেভান্ডোভস্কি। ২-০ গোলের জয়ে জমে উঠেছে গ্রুপ সি-এর লড়াই।
সৌদির সঙ্গে হেরে যাওয়া মেসিদের উপর বাড়ল চাপ। দ্বিতীয় রাউন্ডের পথ খোলা থাকল বাকি তিন দলের। শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪, ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সৌদি, একটি করে ম্যাচে যথাক্রমে ১ ও ০ পয়েন্ট মেক্সিকো ও আর্জেন্টিনার।
শনিবারের খেলায় ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল সৌদি। ১৩টি গোলে শটের পাঁচটি লক্ষে রেখেছিল, তবে ভাগ্য সহায় হয়নি। বিপরীতে ৩৬ শতাংশ বল দখলে রেখে সাতটি শট নিয়েছে পোলিশরা, লক্ষ্যে থাকা তিনটি শটের দুটিকে পরিণত করেছে গোলে।

আক্রমণের পসরা সাজিয়ে ওঠা এশিয়ান দেশটি শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৪ মিনিটে প্রথম সুযোগ আসে, ওজসিচ সেজেসনির দক্ষতায় স্কোরলাইন অক্ষত রাখে পোল্যান্ড। ৪০ মিনিটের আগে আরও কয়েকটি আক্রমণ ভেস্তে যায় সৌদির। দুর্দান্ত খেলতে থাকা দলটি উল্টো ৩৯ মিনিটে পিছিয়ে পড়ে। লেভান্ডোভস্কির পাস ধরে বল জালে জড়ান পিওতর।
প্রথমার্ধে সমতায় ফেরার দুর্দান্ত সুযোগ আসে সৌদির। ডিবক্সে ফাউল করলে ভিআরের সাহায্যে পেনাল্টি পায় সৌদি। আর্জেন্টিনার বিপক্ষে গোল পাওয়া সেলিম আল-দাসারিকে এদিন ব্যর্থ প্রমাণ করেন পোলিশ গোলরক্ষক। বামপাশে ঝাপিয়ে ঠেকিয়ে দেন পেনাল্টি শট। ফিরতি শটও লক্ষ্যে রাখতে পারেনি সৌদি।
বিরতির পর আরও বেশি আক্রমণে ওঠে সালমান আল-ফারাজরা। ৫৬ মিনিটে দারুণ একটি সুযোগ আনেন দাওসারি। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ৬৬ মিনিটে ফিরতি আক্রমণে গোল পেয়েই যাচ্ছিলেন লেভান্ডোভস্কি। আক্ষেপে থাকেন পোলিশ স্ট্রাইকার।
কিন্তু বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৮০ মিনিটে লেভা পান ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের গোল। নির্ধারিত সময় ও যোগ করা সময়েও কিছু আক্রমণ হয়, তবে কোনো দলই সেটার পরিণতি জালে বল জড়িয়ে করতে পারেনি।