চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসিকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

কাতারে পৌঁছে টানা দুইদিন অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। শনিবার মাঠে আসলেও প্রস্তুতি সেরেছেন একাকী। বৈশ্বিক মহাযজ্ঞে যাকে নিয়ে স্বপ্ন বুনছে আর্জেন্টিনা, সেই মেসি কেন আলাদাভাবে সারছেন প্রস্তুতি! দুশ্চিন্তার পারদ চড়িয়ে দেয়া প্রশ্নটি দৈর্ঘ্যে-প্রস্থেও বেড়েছে যাচ্ছে!

শুক্রবার দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। চোট সমস্যা এড়িয়ে যেতেই মাঠে ডেকে পাঠাননি তাদের। আলাদা করে মেসিকে নিয়েও কিছু বলেননি। তবে ফেভারিট তালিকায় থাকা দলকে বৈশ্বিক মঞ্চে শতভাগ ফিট চাইছেন স্কালোনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আর্জেন্টিনার বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন মেসি। ক্লাব ফুটবলে কদিন আগে চোটে পড়া মহাতারকা খেলেননি শেষ সময়ের কয়েকটি ম্যাচে। বৃহস্পতিবার অনুশীলন না করলেও শুক্রবার মাঠে এসেছিলেন। অল্প কিছু সময় হাঁটাহাঁটি করে জিমে সময় কাটিয়ে যান। শনিবারও স্কালোনির অনুশীলনে ছিলেন না মেসি। তাতেই বাধছে চিন্তার দানা।

সবশেষ অনুশীলনে মেসি মাঠে আসলেও শুধু ওয়ার্মআপ করে কাটিয়েছেন। দশ মিনিটের একাকী অনুশীলনে বলে টাচও করেননি। তবে আর্জেন্টিনা দল সূত্রে খবর, কোনো সিরিয়াস সমস্যা নয় মেসির। মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে থাকবেন অধিনায়ক।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। গ্রুপ-সি থেকে শেষ ষোলোর পথে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে লড়বে। ২২ নভেম্বর প্রথম ম্যাচের পর মেসির দল খেলবে ২৬ নভেম্বর মেক্সিকো বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩০ নভেম্বর পোল্যান্ডের মোকাবেলা করবে স্কালোনির শিষ্যরা।