জর্জিয়ার বাতুমি শহরে বসতে চলেছে ফিদে নারী ওয়ার্ল্ড কাপ ২০২৫ আসর। আসরে বাংলাদেশ থেকে খেলতে যাচ্ছেন আন্তর্জাতিক নারী মাস্টার ওয়াদিফা আহমেদ। আগামী ৬ জুলাই থেকে আসরটি শুরু হবে।
গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় এশিয়ান জোনাল ৩.২ দাবার চ্যাম্পিয়নশিপ। খেলায় মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হন ওয়াদিফা। সুবাদে আন্তর্জাতিক নারী মাস্টার ওয়াদিফা আহমেদ এ ইভেন্টে নামার যোগ্যতা অর্জন করেন। আসরটি হবে নকআউট পদ্ধতিতে এবং মোট ১০৭ জন খেলোয়াড় অংশ নেবেন।
মাস্টার ওয়াদিফা প্রথম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার ও নারী গ্র্যান্ড মাস্টার দাউলিতে-করনেটি দেইমানতের সাথে দুটি গেম খেলবেন। দ্বিতীয় রাউন্ডের উন্নীত হওয়ার জন্য ওয়াদিফা আহমেদকে দুই খেলার একটি জয় এবং একটি ড্র করতে হবে।







