চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের উদ্যোগে ‘তরুণদের অংশগ্রহণে পরিবর্তনের উৎসব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

দেশজুড়ে নানা পরিবর্তনে নেতৃত্ব দেয়া তরুণদের বহুবিধ কর্মযজ্ঞ উদযাপন ও তাদের উদ্যোগকে সম্মান জানাতে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘কার্নিভাল অব চেইঞ্জ ২০২৪’ বা ‘পরিবর্তনের উৎসব ২০২৪’।

উৎসবে ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর তরুণ অংশগ্রহণকারীদের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রদর্শনী ও তাদের বাস্তবায়িত সেরা ৫টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বিজয়ী ইয়াং চেঞ্জমেকারদের হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার ২৭ এপ্রিল ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের উদ্যোগে ব্র্যাক, সিডিএম সাভারে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়ে বলেন, ‘নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে, নতুনভাবে সমস্যার সমাধান দেবে। তারা তাদের উদ্যমী ও উদ্ভাবনী প্রাণশক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করবে। এই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে চেঞ্জমেকাররা।’ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্মটি তরুণদের মেধা ও সৃষ্টিশীল দক্ষতা বিকাশের একটি নতুন ক্ষেত্র হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি এর ফলে তরুণরা নতুন নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ পাচ্ছে, এবং নব নব উদ্ভাবনের মধ্য দিয়ে তারা এখন দেশ-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করছে এবং তারা অনেক কঠিন সমস্যার সহজ সমাধানও খুঁজে পাচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্বের মহান নেতারা বিশ্বে যে বড় বড় পরিবর্তনগুলো এনেছেন, তার আগে তারা তাদের প্রায়োরিটি সেভাবে নির্ধারণ করেছিলেন। তোমরা কীভাবে তোমাদেরটা নির্ধারণ করবে, সেটা তোমাদের ভেবে নিতে হবে। সবার ভাবনা ভিন্ন হবে, তবে সে ভাবনার মাঝে কিছু জিনিস কমন থাকতে হবে, সেটা হলো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি কর্তব্য। যেভাবে পরিবারের প্রতি, মা-বাবার প্রতি তোমাদের কর্তব্যবোধ রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এরপর দেশের নানা প্রান্তের ইতিবাচক নানা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেয়া তরুণদের (ইয়াং চেঞ্জমেকার) সামাজিক উদ্যোগ ও তাদের উৎপাদিত পণ্যসম্ভার বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়। সম্মানিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখার মাধ্যমে দেশের নানা প্রান্তে কমিউনিটিতে কাজ করা তরুণদের সমাজ বদলের গল্প, তাদের বিভিন্ন প্রকল্প, উৎপাদিত পণ্য ও পরিষেবা সম্পর্কে জানতে পারেন।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার রাবা খান ও সাকিব বিন রশীদের সঙ্গে ইয়াং চেঞ্জমেকারদের লাইভ আড্ডার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। চলতি বছর ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর আওতায় নির্ধারিত কমিউনিটিভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপনের মাধ্যমে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেরা ৫ প্রকল্প হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা ‘ওয়েস্ট টু রিসোর্স’, নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করা ‘উদ্যমিতা’, জলবায়ু মোকাবিলায় কাজ করা ‘উজ্জ্বীবন’, সকল আকারের মানুষের পোশাক নিয়ে কাজ করা ‘মুক্ত’ ও নারীদের আইটি প্রশিক্ষণ বিষয়ে কাজ করা ‘খাদিজা’ প্রকল্পকে ‘ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেয়া হয়।

সম্মাননা প্রদান শেষে রাবা খান ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়া সেরা ৫ প্রকল্পের চেঞ্জমেকারদের সঙ্গে তাদের সমাজ বদলের গল্প শুনতে এক অনানুষ্ঠানিক মুক্ত আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে একটি টাউন হল সেশনে অংশ নিয়ে তরুণদের উদ্দেশে বলেন, ‘যে কাজটা করবে মনে প্রাণে করবে যাতে করে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোন ভালো কাজে এগিয়ে এলে আরো অনেকে আসে। এজন্যই আমরা নতুন নেটওয়ার্ক করা হয়েছে যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।

অনুষ্ঠানে ইয়াং চেঞ্জমেকারদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রখ্যাত সংগীতশিল্পী মিনার ও মাশার পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অংশগ্রহণকারীরা। জলবায়ু পরিবর্তন, পরিবেশ সচেতনতা, ভবিষ্যৎ নেতৃত্ব, পারস্পরিক সহমর্মিতাসহ নানান সামাজিক বিষয়ে আজ রোববার ২৮এপ্রিল দিনভর আলোচনা অনুষ্ঠান চলছে।

দেশের যুব ও কিশোর-কিশোরীদের মাঝে সহমর্মিতাভিত্তিক সামাজিক নেতৃত্ববোধ তৈরি, মানবিক মূল্যবোধ গঠন ও একবিংশ শতাব্দীর বিভিন্ন সমস্যার সমাধানমূলক দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম। ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফরর্মের অন্যতম কার্যক্রম, ‘আমরা নতুন নেটওয়ার্ক’- এর তরুণ অংশগ্রহণকারীদের বিভিন্ন উদ্যোগ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

ট্যাগ: তরুণদের অংশগ্রহণে পরিবর্তনের উৎসবব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে নতুন জাগরণ তুলেছেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ

জানুয়ারি ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

জানুয়ারি ৩০, ২০২৬
ছবি: ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

আমরা জামায়াতের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

জানুয়ারি ৩০, ২০২৬

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

জানুয়ারি ৩০, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে বেশি বিপন্ন হবেন: রিজভী

জানুয়ারি ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT