এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নেশনস লিগের ম্যাচ খেলতে ফ্লাইটে পর্তুগাল যাচ্ছিলেন ব্রুনো ফের্নান্দেজ। সেখানে মানবতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এক যাত্রীকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন পর্তুগিজ মিডফিল্ডার।
আগামী শুক্রবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। দিন দুয়েক পর ক্রোয়েশিয়ায় আথিত্য নেবে তারা। ম্যাচ দুটির জন্য দলের সঙ্গে যোগ দিতে সোমবার লিসবনের উদ্দেশে রওয়ানা হন তারকা মিডফিল্ডার। লিসবনের পথে ফ্লাইটে হঠাৎ অসুস্থ হওয়া যাত্রীকে সহায়তা করেন ব্রুনো।
একই ফ্লাইটে থাকা সুজানা লসন নামের একজন যাত্রী ঘটনার বর্ণনা দিয়েছেন। বলেছেন, ‘উড়োজাহাজের পেছন দিকের টয়লেটে গিয়েছিলেন ফের্নান্দেজ। আমরা হঠাৎ সেখান থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পাই।’
‘পেছনে ফিরে দেখি, ব্রুনো একজন ভদ্রলোককে ধরে রেখেছেন, যাকে দেখে মনে হচ্ছিল খুবই অসুস্থ। জ্ঞান হারিয়েছেন কিনা, তা জানি না। পেছনে একটা ফাঁকা সিট ছিল, ব্রুনো ভদ্রলোককে সেখানে বসতে সাহায্য করেন।’
ব্রুনোর চিৎকার শুনে কেবিন ক্রুরা ছুটে আসেন। আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি।
সুজানা লসন চিনতে পারেন ব্রুনোকে। উড়োজাহাজ থেকে নামার সময় ব্রুনোর সঙ্গে সেলফি তুলতে চান সুজানা ও কয়েকজন যাত্রী। ব্রুনো নিজেই তুলে দেন সেলফি। অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য ব্রুনোর প্রশংসা করেন ফ্লাইটের যাত্রীরা।








