চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্পের বাড়িতে চালানো তল্লাশির সার্চ ওয়ারেন্ট প্রকাশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের চালানো তল্লাশির সার্চ ওয়ারেন্ট প্রকাশ করা হয়েছে।

তবে ৩৮ পাতার নথির বড় একটি অংশই নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে ঢেকে দিয়ে প্রকাশ করা হয়েছে।

সার্চ ওয়ারেন্টে বলা হয়েছে, ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযান চালানোর পক্ষে শক্ত প্রমাণ হাতে ছিলো। তবে নথির বড় অংশ গোপন রেখে প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পসহ অনেক রিপাবলিকান নেতা।

সার্চ ওয়ারেন্টে বলা হয়েছে, যেসব নথির ভিত্তিতে ট্রাম্পের বাড়িেেত অভিযান চালানো হয় তার বেশিরভাগই ছিলো অত্যন্ত গোপনীয়। অনেক স্পর্শকাতর নথিই অগোছালো করে রেখেছিলেন ট্রাম্প। এমনকি অনেক নথির ওপর নিজ হাতে নোটও লিখে রেখেছিলেন সাবেক প্রেসিডেন্ট।