চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাজশাহীতে ফার্মার স্কুলের উদ্বোধন

রাজশাহীর চারঘাটে ফার্মার স্কুল চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সারদা ইউনিয়ন ভবন চত্ত্বরে এই স্কুলের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিতে স্থানীয় সরকার অধিদপ্তরের সহযোগিতায় সিনজেনটা লিমিটেড এ স্কুল প্রতিষ্ঠা করেছে। ফার্মার স্কুলের মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন ও অধিক ফসল উৎপাদনে সক্ষম করা।
এই স্কুলটি কৃষিকাজের একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে। ফার্মার স্কুলে সমন্বিত শিক্ষা ও সচেতনতা কেন্দ্র হিসেবে মৃত্তিকা সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, ধান গবেষণা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারী প্রতিষ্ঠান, এবং বেসরকারী খাত, এনজিও, দাতা সংস্থা, এসএমই ও আর্থিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে কৃষকদের সমসাময়িক কৃষি কৌশল প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ, সারদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মধু ও কৃষিবিদ তানজির আহমেদ।