চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘সুড়ঙ্গ’তে নুসরাত ফারিয়ার এক ঝলক

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবিতেও বড় আয়োজনের একটি আইটেম গান থাকছে। যে গানে মূখ্য ভূমিকায় থাকছেন দেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া

KSRM

বলিউডের মত ঢালিউডেও অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে উঠেছে আইটেম গান। খুব কম ছবিই পাওয়া যাবে আইটেম গান ছাড়া! আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ ছবিতেও বড় আয়োজনের একটি আইটেম গান থাকছে। যে গানে মূখ্য ভূমিকায় থাকছেন দেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া!

শনিবার বিকেলে নায়িকা ফারিয়া তার অফিশিয়াল ফেসবুকে সেই আইটেম গানের এক ঝলক শেয়ার করেন। প্রায় ৩০ সেকেন্ডের ক্লিপটিতে ফারিয়া ছাড়াও দেখা মিলেছে সুড়ঙ্গ’র নায়ক আফরান নিশোর!

Bkash July

গানের শিরোনাম ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’। জানা গেছে, গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। গানের টিজারে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টায় পুরো গানটি উন্মুক্ত করা হবে।

এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় চার’শ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। গানটির জন্য ব্যয় হয়েছে মোটা অংকের বাজেট। এ বিষয়ে নির্মাতার ভাষ্য,‘এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।’

Reneta June

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। আলফা আই থেকে এই আইটেম গান সম্পর্কে জানানো হয়, ‘আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর দুই সপ্তাহ সময় নেন ফারিয়া। এরপর তিনি কাজটি করতে সম্মতি দেন।’

ফারিয়াকে দিয়ে আইটেম গান করানো বিষয়ে রাফী বললেন, ‘আমরা আন্তর্জাতিক মানের একটা কাজ করার চেষ্টা করেছি। ফলে এই আইটেম গানে এমন একজনকে খুঁজছিলাম, যিনি এই কাজের সঙ্গে যাবেন। ছবির ভ্যালু ক্রিয়েট হবে। দর্শকদের একটা বাড়তি আকর্ষণ তৈরি হবে। সে ক্ষেত্রে ফারিয়া তো দুই বাংলায় কাজ করেন, ভালো নাচতে পারেন—তার প্রমাণও পেয়েছি কিছু মিউজিক ভিডিওর গানে ও সিনেমায়। তাই তাকে নেওয়া।’

নাটকে শীর্ষ অভিনেতাদের একজন নিশো। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি পরীক্ষিত অভিনেতা। সেই সব দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা। তার বিপরীতে সঙ্গে আছেন তমা মির্জা। সুড়ঙ্গ’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View