ভারতের উত্তর-প্রদেশের অযোধ্যায় গভীর রাতে এক বৃদ্ধা নারীকে তার পরিবার রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। ওই দিন সন্ধ্যায় মারা যান বৃদ্ধা।
আজ ২৬ জুলাই শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রামনগরীর কোটওয়ালি অযোধ্যা থানার অন্তর্গত কিশুন্দাসপুর এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি ই-রিকশায় করে তিনজন-দুজন নারী ও একজন পুরুষ-এক বৃদ্ধাকে এনে রাস্তায় ফেলে রেখে রাতের অন্ধকারে হারিয়ে যায়।
সকালে পথচারীরা বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অযোধ্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বৃদ্ধার মৃত্যু হয়। এতে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ জানায়, বৃদ্ধাকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনাটি স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েছে। এখন সেই ফুটেজ বিশ্লেষণ করে ই-রিকশা ও অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








