চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোদি নোবেল পুরস্কারের জন্য মনোনীত, ভুয়া টুইট ভাইরাল

চলতি বছর নোবেল পুরস্কারের জন্য মনোনীত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোশ্যাল মিডিয়ায় এমন একটি টুইট ভাইরাল হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটির ডেপুটি লিডার এসলে তোজে জানিয়েছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা’।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারত সফরে আসা এসলে তোজে বলেন, ‘একটি ভুয়া টুইট করা হয়েছে। আমার মনে হয়, এটি নিয়ে বেশি আলোচনা করা বা এটিকে আরও অক্সিজেন দেওয়া উচিত নয়। আমরা এ জাতীয় কিছুই বলিনি। আমি নরওয়েজিয়ান নোবেল কমিটির ডেপুটি লিডার হিসেবে ভারতে আসিনি। আমি এসেছি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার বার্তা দিতে। ভারতের একজন বন্ধু হিসেবে এসেছি।’

ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এর সম্পদক রাহুল শিবশংকরের করা একটি টুইটে সূত্রে এই গুজব ছড়িয়ে পড়ে।fake-tweet-modi-nobel-prize

রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদি বার্তা দিয়েছিলেন। এ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন নোবেল কমিটির ডেপুটি লিডার।

এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে তোজে বলেন, ‘নরেন্দ্র মোদির বক্তব্য ছিল, ‘এটি যুদ্ধের যুগ নয়’। সেটি একটি সুচিন্তার বহিঃপ্রকাশ। ভারত বুঝিয়ে দিয়েছে যে, আমাদের আজকের বিশ্বের বিরোধের জায়গাগুলি আর এভাবে সমাধান করা উচিত নয়। প্রধানমন্ত্রী মোদির প্রতি বিশ্বের অধিকাংশ জনসংখ্যার সমর্থন রয়েছে।’