চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সামাজিক মাধ্যমে বাংলা বর্ণমালা থেকে ৭ বর্ণ বাদ দেওয়ার ভুয়া স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি স্ক্রিন শট ছড়িয়েছে যাতে বলা হয়েছে আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে, এটি স্রেফ গুজব। বিষয়টি মিথ্যা ও গুজব বলে চ্যানেল আইকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।