চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কারণে সমালোচনার মুখে অনন্যা পাণ্ডে!

KSRM

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের। এবার তেমনই কাণ্ডে সমালোচনার মুখে পড়তে হলো বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে।

মঙ্গলবার (১৪ মার্চ) অনন্যার খালাত বোন অ্যালেনা পাণ্ডের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অনন্যা। সেই অনুষ্ঠানেই ধূমপান করার সময়ে ক্যামেরাবন্দি হন এই নায়িকা। যা মুহূর্তেই ভাইরাল হয়!

Bkash July

বিয়ের অনুষ্ঠানে অনন্যাকে ধূমপান করতে দেখে তা ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন। অনেকে তাকে নিয়ে ট্রলও করছেন। একজন লিখেছেন— ‘অনন্যা ধূমপান করেন তা কখনো প্রত্যাশা করিনি।’

আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে আমি বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।’

Reneta June

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’।

সূত্র: নিউজ ১৮

বিজ্ঞাপন