চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফাইনালের আগে ইউনাইটেডের দুই বিপদ

ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এফএ কাপের ফাইনালের আগে ভালোই বিপদে পড়েছেন এরিক টেন হাগ। চোট নিয়ে মাঠ ছেড়েছেন ফরোয়ার্ড অ্যান্টনি ও মিডফিল্ডার লুক শ।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে জয়ের পর ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে ইউনাইটেড। ম্যাচে শুরুর একাদশেই ছিলেন এ দুই তারকা। চোটের কারণে দ্বিতীয়ার্ধের আগে মাঠ ছাড়েন ব্রাজিলীয় অ্যান্টনি।

ম্যাচের ২৯তম মিনিটে ব্রাজিলের উইঙ্গারকে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায়। অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়ার সময় ইউনাইটেড কোচ টেন হাগকে দেখা যায় অ্যান্টনিকে সান্ত্বনা দিতে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মাঠেই নামেননি মিডফিল্ডার লুক শ। খবর, পিঠে চোট পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচ শেষে অ্যান্টনি সম্পর্কে টেন হাগ বলেছেন, ‘খেলার পরেই আসলে চোট নিয়ে কথা বলাটা কঠিন। কিন্তু হ্যাঁ, অ্যান্টনি গুরুতর চোটে পড়েছেন। লুক শ’কে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমার মনে হচ্ছে না তার ব্যাপারটা বেশি খারাপ, কিন্তু ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। চেকআপের পর বলা যাবে।’

লাতিন আমেরিকান ফরোয়ার্ড অ্যান্টনিকে নিয়ে ৫৩ বর্ষী ডাচ কোচ বলেছেন, ‘আমি অ্যান্টনি সম্পর্কে জানি না। সবাই দেখেছেন তিনি কীভাবে মাঠ ছেড়েছেন। শুধু বলতে পারি এটি গুরুতর, তবে এক্ষেত্রেও আমাদের কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। পরে আমরা আঘাতের অবস্থা সম্পর্কে আরও জানতে পারব।’

আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুদলের মহারণ।