চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সামাজিক মাধ্যমের উদ্যোক্তাদের নিয়ে এফ কমার্স সামিট

সামাজিকমাধ্যম ও ফেইসবু ভিত্তিক অনলাইন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এফ কমার্স সামিট ২০২৩।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজনে অংশ নিয়েছিলেন নির্বাচিত ৩০০ জন উদ্যোগক্তা। আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনের সহযোগী প্রযোজক ছিল বিকাশ। অনুষ্ঠানের স্টেটেজিক ও ব্রডকাস্ট সহযোগী হিসেবে ছিল নেক্সাস টিভি।

Bkash July

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

মেলোনেডস ডিজিটালের সি এস ও এবং ম্যানেজিং ডিরেক্টর লায়ন সালাম আদিল বলেন,”আমি বিশ্বাস করি উদ্যোক্তারা আজকে আলোচিত সকল দিকনির্দেশনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ফেসবুক কেন্দ্রিক বিজনেসগুলো অবশ্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

Reneta June

সকল উদ্যোক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, আজকের এই কার্যক্রম এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এফ কমার্সের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ এর আগ্রহী নবীন উদ্যোক্তাদের প্রতি জোর দেয়া হয় সম্মেলনে।

আয়োজকরা জানান, অনলাইন ব্যবসায়ের মাধ্যমে তরুণদের অনেক বেশি ক্ষমতায়ন করা সম্ভব। সম্মেলনের কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রশংসাপত্র দেয়া হয়েছে।

সম্মেলনের আরও সহযোগী হিসেবে ছিল নেক্সাস টিভি, পিআর পার্টনার ব্যাকপেইজ পিআর, ইউক্যান ফাউন্ডেশন, আলোকিত নারী ফাউন্ডেশন ও উদ্যোক্তার খোঁজে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেক্সাস টেলিভিশনের রানা ইসলাম।

Labaid
BSH
Bellow Post-Green View